বিয়ানীবাজার ও আশাপাশ এলাকায় সারা দেশের মতো যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। ঈদের নামাজ শেষে আল্লাহ সন্তোষ্টি লাভের আশায় সামর্থবান মুসলমানরা পশু কোরবানি দেন।

বিয়ানীবাজারে বিভিন্ন শাহী ঈদগাহ ও জামে মসজিদে সকাল সাড়ে ৭ থেকে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ধনী-গরিব বিবেধ ভুলে সবাই একসাথে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশেষ দোয়ায় মুসলিম উম্মাহ শান্তি কামনা এবং বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমান হেফাযত কামনা করা হয়। দেশের শান্তি ও সমুদ্ধি কামনা করে সব রকম রোগ ও বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বিয়ানীবাজারের প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে ঈমাম বাড়ি শাহী ঈদগাহ মাঠে। এছাড়া অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সুপাতলা এমএজি ওসমানি স্টেডিয়াম মাঠে, দক্ষিণ মাথিউরা শাহী ঈদগাহ, চন্দ্রগ্রাম শাহী ঈদগাহ মাঠে।

ঈদের নামাজ শেষে উপজেলার সামর্থবান মুসলমানরা প্রায় ২০ হাজার পশু কোরাবানির মাধ্যমে আল্লাহ সন্তোষ্টি কামনা করেন।