যাত্রাকালে ভয়ংকর মৃত্যুকুপ পাড়ি দিয়েও শেষ রক্ষা হলো আলী আহমদের (৩০)। লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ভূমধ্য সাগরের উত্তাল ঢেউ তাকে পরাস্ত করতে না পারলেও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে উন্নত জীবনের আশায় ইটালি পাড়ি দেয়া যুবকের মৃত্যু হয়েছে।

ইটালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারি আলী আহমদের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের পর্দার গুষ্টির ময়না মিয়ার পুত্র আলী আহমদ। জীবন জীবিকার তাগিদে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে কিছুদিন আগে ইতালি গিয়ে পৌঁছান। ইতালীতে পৌছার পর সেখানকার শরণার্থি শিবিরেই তার থাকার ব্যবস্থা হয়। শরণার্থি শিবিরে থাকা অবস্থায় তিনি আকস্মিকভিাবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার আলী আহমদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে যুবক আলী আহমদের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে নিয়ে আশার জন্য প্রবাসী বাংলাদেশীরা প্রক্রিয়া চালাচ্ছেন। এতে পরিবার থেকে ইটালির বাংলাদেশ দূতাবাসসহ পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের নীতিনির্ধারকদের সহায়তা কামনা করা হচ্ছে।