কৌশিক রাব্বানীর ‘মেয়ে’ গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ইউটিউব ও ফেসবুকে মিলেছে গানটি। অনেকেই শেয়ার করছেন। নারী জাগরণে আশাজাগানিয়া বিষয়ক গানের কথাগুলো- ‘মেয়ে- তুমি ভয় পেয়ো না হাঁটতে ঐ পথে/ জেনো পথ বন্ধুরই তো হয়/ মেয়ে- তোমার এগিয়ে চলাই তো তাদের পরাজয়/ যারা তোমাকে থামাতে চায়, করতে চায় ঘরে বন্দী/ করো না তুমি তাদের ইচ্ছের সাথে সন্ধি…।’

কৌশিক রাব্বানীর লেখা ‘মেয়ে’ নামের এ গানে সুর ও কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী ইমতিয়াজ রনি। বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাব্বানী খান তাঁর আইডিতে নিজের লেখা এ গানের ভিডিও শেয়ার করে লিখেছেন- ‘আজকে এতো খুশি আমি। গান লেখা আমার শখ আর সেই শখ থেকে আমার লেখা এই গান। আমার লেখা দ্বিতীয় গান যা ইউটিউবে এ মুক্তি পাচ্ছে। বিদ্রোহী কবি বলেছিলেন ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।´ কিন্তু আমাদের সমাজে আমরা বিপরীতটা দেখতে পাই। সে কারনেই এই গান লেখা।’

‘মেয়ে’ নামের এ গানের সঙ্গীত করেছেন নাভেদ পারভেজ। ফ্রান্সের ফ্রঁসে আভেক রাব্বানী’র প্রতিষ্ঠাতা ও অফিওরা এসোসিয়েশনের প্রেসিডেন্ট কৌশিক রাব্বানী খানের লেখা এ গানটি পাওয়া যাবে।

বিয়ানীবাজারে পোল্ট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী