ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল (EPL) এ প্রথম বাংলাদেশী হিসেবে অভিষেক হয় হামজা দেওয়ান চৌধুরীর। তাঁর পৈত্রিক বাড়ি বাংলাদেশের সিলেটে।

লিস্টারশায়ার সিটির হয়ে তিনি মাঠে নামেন গত বৃহস্পতিবারের ম্যাচে। বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নেমে তিনি দেশের হয়ে অনন্য রেকর্ড অর্জন করেন। ইংলিশ লিগে হামজাই বাংলাদেশের প্রথম খেলোয়াড়- যিতি কোন ক্লাবের হয়ে মাঠে নামলেন। হামজার পিতা বাংলাদেশী হলেও তার মা ক্যারেবিয়ান।

তরুণ হামজা দেওয়ান চৌধুরী লিস্টারশায়ারের মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। বৃহস্পতিবার লিস্টারের জার্সি গায়ে মাঠে নেমে মাত্র ৬ মিনিট খেলার সুযোগ পান। ম্যাচের ৮৪ মিনিটে মাঠে নামার সুযোগ হয় তার। হামজা দেওয়ান লিস্টার সিটির অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলার। বর্তমানে তার বয়স মাত্র ১৯। মাঝমাঠে খেলেন তিনি। তাকে নিয়ে দারুণ আশাবাদী ইংলিশ ফুটবলের বিশেষজ্ঞরা।

বাংলাদেশী বংশোদ্ভূত এই মিডফিল্ডারের জন্ম ১৯৯৭ সালে।তার পিতৃনিবাস বাংলাদেশের সিলেট জেলায়। হামজার বাবা বাংলাদেশি। মা ক্যারিবীয়ান। কিন্তু হামজা ব্রিটিশ নাগরিক।