বিয়ানীবাজার পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষিত হবে আগামী ১৯ জুন। এরই মধ্যে পৌরসভার প্রাক বাজেট আলোচনার আয়োজন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। আজ সোমবার বেলা পৌণে ৩টায় পৌরসভা মিলনায়তনে সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধির সাথে প্রাক বাজেট আলোচনা করেন। আগামীকাল মঙ্গলবার রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে প্রাক বাজেট নিয়ে আলোচনা করবেন।

বিয়ানীবাজার নিউজ ২৪ এর সাথে আলাপকালে নবনির্বাচিত মেয়র আব্দুস শুকুর বলেন, প্রথমবারের মতো পৌরসভার বাজেঠ ৪০ কোটি টাকা হচ্ছে। বাজেটে কোনখাতে কতটুকু বরাদ্ধ দেয়া হবে এসব বিষয় নিয়ে প্রাক বাজেট আলোচনার আয়োজন করেছি। দুই পর্যায়ে এ প্রাক বাজেট আলোচনা করা হবে।

সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের সাথে প্রাক বাজেট আলোচনায় পৌরসভার মেয়র আব্দুস শুকুরের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা দিবাকর এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বিশেষ অতিথি শিক্ষক মতিউর রহমান, বিয়ানীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, শিক্ষক আব্দুল মালীক, প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি আব্দুল রহিম, কবি ফজলুল হক, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ জয়নুল, সিনিয়র সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বল, হাসান শাহরিয়ার, শিক্ষক মো. ফয়ছল আহমদ, পৌরসভার নির্বাচিত কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাক বাজেট আলোচনার স্বাগত বক্তব্যে পৌর মেয়র আব্দুস শুকুর বলেন, পৌরসভার নির্বাচন নিয়ে শেষ দিন পর্যন্ত শংকা ছিল। যেকোন সময় পৌর নির্বাচন স্থগিত হতে পারে। তিনি বলেন, ২০০১ সালে এ জনপদের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিয়ানীবাজার সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করেন। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হয়নি। আমাদের চেষ্টা থাকবে পৌরবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানো। আমরা সকলে মিলে চেষ্টা করছি একটি বাসযোগ্য পৌরসভা গঠন করতে। তিনি বলেন, পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহার কাছে আমরা চিরকৃতজ্ঞ। মুলত পৌরসভার মামলা রায়ের সাথে তিনি নির্বাচন অনুষ্ঠানের জন্য পৃথক রায় দেয়ায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।