বিয়ানীবাজারের আলীনগরে আর্থিক অনুদান পেলো ৩৩জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী। আলীনগর ফরেন রেঞ্জার্স ফ্যামেলির সৌজন্যে শনিবার সকাল ডিএম উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

ডিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল বারি চৌধুরীর সভাপতিত্বে এবং পরিষদের উপদেষ্টা নাজমুস সাকির চৌধুরী পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সাদিউল করিম চৌধুরী। এর আগে সভার শুরুতে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এমদাদ হুসেইন।

উপস্থিত ছিলেন আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, মানব কল্যান সংস্থার সভাপতি আহমেদুর রহমান খান হিনু, আলীনগর সমাজ কল্যাণ সমিতি ইউকে এর সাধারণ সম্পাদক ও আলীনগর ফরেন রেঞ্জার্স ফ্যামিলির প্রেসিডিয়াম সদস্য লায়েক হুসেন চৌধুরী, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আহবাবুর রহমান খাঁন শিশু, ডিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান, রইস উদ্দিন চৌধুরী জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুস শহিদ, সিদ্দিকুর রহমান চৌধুরী, আল মামুন কয়ছর, আলীনগর ফরেন রেঞ্জার্স ফ্যামিলির উপদেষ্টা সৈয়দ পারভেজ, সাফায়েত আহমেদ চৌধুরী (ছায়েম), সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, দপ্তর সম্পাদক সুহান চৌধুরী, ক্রীড়া সম্পাদক এজাজ কবির চৌধুরী প্রমুখ।