সৌদি আরবের বিপক্ষে এক হারেই কোণঠাসা অবস্থা। জিতলে আশা বেঁচে থাকবে, হারলেই বিদায়। এমন সমীকরণ নিয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ হলেও আলবিসেলেস্তেরা ম্যাচটি নিয়েছিল নতুন বিশ্বকাপ মিশন হিসেবে। সেই হিসেবে তাদের বিশ্বকাপ এদিন শুরু হলো। মেক্সিকো ম্যাচের পর এমনই জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

বাঁচা-মরার ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শুরুতে তাল-লয় না মিললেও মেসির জাদুকরী গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে এনসো ফার্নান্দেসকে দিয়ে আরেকটি গোল করান আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। ২-০ গোলের এই জয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। সহজ হিসাবে শেষ ষোলোয় উঠতে এই ম্যাচেও জয়ের বিকল্প নেই মেসিদের।

মেক্সিকো ম্যাচে নেতৃত্ব দিয়ে দরকে জেতানোর পর মেসি বলেন, ‘আমরা জানতাম আজ আমাদের জিততেই হবে। জানতাম আমাদের জন্য নতুন একটি বিশ্বকাপ শুরু হচ্ছে এবং আমাদের জেতার সামর্থ্য আছে। প্রথম ম্যাচের হার আমাদের অনেক ভুগিয়েছে। এই ম্যাচে অনেক বিষয় ছিল, দলের অনেকেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে। এ ছাড়া সূচিও একটা বিষয়।’

সব ছাপিয়ে জয়ের দেখা মিললো, মেসির কণ্ঠে উচ্ছ্বাস। বাকি পথে সমর্থকদের আস্থা রাখতে বললেন রেকর্ড সাতবারের ব্যালিন ডি’অর জয়ী, ‘আজ আর্জেন্টিনার আরেকটি বিশ্বকাপ শুরু হলো। আমি সবাইকে একই কথা বলি, তারা যেন সব সময় আমাদের ওপর বিশ্বাস রাখে। যা করার দরকার ছিল, আজ আমরা তাই করেছি। আমাদের সামনে অন্য কোনো পথ ছিল না। আমাদের জিততে হতো, যাতে সবকিছু আমাদের নিজেদের হাতে থাকে।’

সৌদি আরবের বিপক্ষে হারের প্রসঙ্গ টেনে মেসি আরও বলেন, ‘আমাদের যা খেলার দরকার ছিল, সেটা আমরা খেলতে পারিনি; এখানে অজুহাত দেওয়ার কিছু নেই। রক্ষণভাগে দুটি ফাঁকা জায়গা ছিল, যেটার কারণে আমরা হেরে যাই। আমরা ২-০ করতে পারলে ম্যাচের চেহারা অন্যরকম হতে পারতো।’ শেষ ষোলোর টিকেট কাটার মিশনে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত একটায় স্টেডিয়াম ৯৭৪- এ পোল্যান্ডের মুখোমুখি হবেন মেসি-ডি মারিয়ারা।

‌ সাপ্তাহিক বাজার দর ।। পর্ব #১৫৪- নিত্যপণ্যের দাম উধ্র্বমূখী, কমেছে ব্রয়লার ও সবজির দাম