আরো একবার স্বপ্ন-সুন্দর মুহূর্তের অপেক্ষায়… জীবন পাতায় যুক্ত হবে নতুন অভিজ্ঞতা।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার “লেটস টক উইথ শেখ হাসিনা” অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়োজনে অাগামীকাল ২৩ নভেম্বর, শুক্রবার, গণভবন থেকে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি তরুণদের সঙ্গে কথা বলবেন।

অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা নির্বাচিত ১৫০ জন তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এই আয়োজনে।

বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে নতুন বেশকিছু তথ্য জানাবেন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর নিজের জীবনের নানাদিক ও নিজস্ব চিন্তাভাবনা নিয়েও আলোচনা হবে আয়োজনে।

অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিআরআই ও ইয়াং বাংলা কে, স্বপ্নের মতো একটি সুন্দর মুহূর্তকে বাস্তবে উপহার দেয়ার সুযোগদানের জন্য। এমন সম্মানজনক অনুষ্ঠানে আমার মতো অধমকে আমন্ত্রণ করার জন্য।

জয় বাংলা… জয় হোক তারুণ্যের।