প্রবাসে নিজের দেশের সংস্কৃতির বিকাশ এবং কমিউনিটি সংগঠনে এ এম আব্দুল্লার অবদান ভুলার নয়। নাট্য ও কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম এ এম আব্দুল্লাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় এসব বলেছেন বক্তারা।

রবিবার আমিরাতের দুবাই শহরের একটি রেস্তোরায় এ আয়োজন করে দুবাই আওয়ামী লীগ। 

আলোচনা ও মিলাদ মাহফিলে সভাপত্বি করেন দুবাই আওয়ামী লীগ এর সভাপতি হাজী শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ এ ই আওয়ামী লীগ এর সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন।

দুবাই আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার মউরির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান মিয়াজী, মরহুমের সুযোগ্য সন্তান মুজিবুর রহমান, শারজাহ আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তফুর মিয়া।

আরো বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগ এর অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম, মরহুমের ছোট ভাই আব্দুশ শহীদ, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদে রুমেল, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, দুবাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, জগলু হোসেন, সেলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, মরহুম আব্দুল্লাহ ভাই আমাদের মাঝে সারাজীবন বেঁচে থাকবেন। তিনি আমিরাত আওয়ামী লীগের জন্য অনেক কিছুই করে গেছেন যা আমরা চাইলেও ভুলতে পারব না। বিশেষ করে দুবাই আওয়ামী লীগ উনার কাছে চির কৃতজ্ঞ থাকবে এবং প্রতিবছর উনার মৃত্যু বার্ষিকী পালন করবে।

প্রসঙ্গত, মরহুম এ এম আব্দুল্লাহ ছিলেন একাধারে আরব আমিরাত আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক , সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাধারণ সম্পাদক, নাট্যব্যক্তিত্ব এবং বাংলাদেশী কমিউনিটির সজ্জন।