টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগার অধিনায়ক মাশরাফি। ব্যাটিং সহায়ক উইকেট আর দ্বিতীয় ইনিংসে সহায়তা পাওয়ার আশা বোলিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানকে। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে সময় নেননি লিটন, সৌম্য, মুমিনুল। এই তিনজন মাত্র ১২রান করে আউট হলে বিপাকে পড়ে বাংলাদেশ। ধুকতে থাকা দলকে টেনে তুলেন মুশি। তাকে যোগ্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন মিথুন।

এ দুইজন ২৯ ওভার শেষে স্কোর বোর্ডে জমা করেছেন ১৩৭ রান। মুশি ৬৭ ও মিথুন ৫০ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম ৪ ওভারে বাংরাদেশকে নিয়ে যারা হতাশ ছিলেন মুশফিকের ব্যটিং আর মিথুনের দৃঢ়তায় বড় স্কোরের স্বপ্ন তারাও দেখছেন। বল ব্যাটে আসছেন মুশি-মিথুনরা বাউন্ডরির ওপারে পাটাচ্ছেন। গ্যালারিতে থাকা প্রবাসী দর্শকরা উল্লাস করছেন।

দিনের শুরুতেই টাইগারদের চেপে ধরে পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ ও জুনেদ। শাহিন দলীয় ৫ রানে সৌম্যকে আউট করেন। এরপর জুনেদ মুমিনুল ও লিটনকে বিদায় দিয়ে চাপে পড়ে বাংলাদেশ। লিটন ৬, সৌম্য ৫ রান করলেও মুমিনুল রানের খাতাই খুলতে পারেননি।