বিয়ানীবাজার নিউজ ২৪। ০৪ এপ্রিল ২০১৭।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন ২৫ এপ্রিল। গত ২৭ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে কাউন্সিলর পদে ৮১জন মনোনয়নপত্র জমা দেন। ২৯ মার্চ বাছাইকালে ১৮ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন। বাতিল হওয়া মনোনয়নপত্র  ফিরে পেতে ১৭ কাউন্সির সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বরাবর আপিল করেন। গত ২ ও ৩ এপ্রিল কাউন্সিলরদের আপিল শুনানি হয়।

আজ ৪এপ্রিল সকল প্রার্থীদের আপিলের রায় ঘোষণা করা হয়। আপিলের রায় জেলা প্রশাসক কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে। সকল প্রার্থীরা এ রায়ের কপি নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।

২নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদজ্জামান টিপু, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএস সিদ্দিক, ৮ ওয়ার্ডের কাউন্সির আলী হোসেন ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাজানুল ইসলাম লায়েকসহ ১৭জন কাউন্সিলর প্রার্থী আপিল করে। তারা মনোনয়নপত্র ফিরে পেয়ে খুশি হয়েছেন জানিয়ে বলেন, নির্বাচনের আগেই আরেক ধরনের নির্বাচনে জয়লাভ করলাম। আশা করি ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতায় মূল লড়াইয়ে জয়লাভ করবো।