আধুনিক বিয়ানীবাজারের রূপকার জমিদার প্রমথ নাথ দাসের আজ ৪২তম প্রয়াণ দিবস। ১৯৭৮ সালের ১২ ফেব্রুয়ারি দাসগ্রাম নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন।

প্রমথ নাথ দাস বিয়ানীবাজার সরকারি কলেজের ভূমি দাতা এবং প্রতিষ্ঠাতা। নারী জাগরণের এ অগ্রদূত বিয়ানীবাজার বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেন। তার পারিবারিক জমিতে স্থাপন করেন এ স্কুল।

বিয়ানীবাজারবাসীকে আধুনিক চিন্তাধারায় অগ্রসর করতে ব্যক্তিগতভাবে অনেক কিছু করেছেন। সাংস্কৃতিক জাগরণ তৈরী করতে নিজেই তৈরী করে নাট্যদল। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সত্তর দশকে কলের লাঙ্গল দিয়ে ইরি আবাদ করেন।

শিক্ষা, কৃষি ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান ঈর্ষণীয়। পারিবারিকভাবে শিক্ষাসহ সবক্ষেত্রে তাঁর পূর্বপুরুষরাও অবদান রেখেছেন। এসব অবদানের কারণে স্থানীয় মুসলিম সমাজ থেকে শুরু করে হিন্দু সমাজ সবাই তাকে আধুনিক বিয়ানীবাজারের রূপকার হিসাবে মূল্যায়ন করেন।

লোককবি শেখ ওয়াহিদুর রহমানের ৮২তম জন্মবার্ষিকী আজ