শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, উন্নত জাতি গঠনের মূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা। কিন্তু বর্তমান প্রতিযোগীতামূলক বিশ্বে গতানুতিক শিক্ষার চেয়ে আধুনিক প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব বেশি। এজন্য আধুনিক প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমেই এ দেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে হবে। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান আওয়ামীলীগ সরকার।

তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে রায় দেন, তাহলে বিয়ানীবাজারকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে কাজ অব্যাহত থাকবে।

শিক্ষামন্ত্রী নাহিদ এমপি আরো বলেন, সারাদেশে স্কুল-কলেজ এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন যেভাবে হয়েছে, রাস্থাঘাটেরও উন্নয়ন ঠিক সেভাবেই হবে। বর্তমান সরকার রাস্তা-ঘাটের উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে সবসময়ই আন্তরিক। ইতোমধ্যেই বিয়ানীবাজারেও সবকটি রাস্থার কাজ প্রক্রিয়াধীন, নির্ধারিত সময়ের পূর্বেই কাজ সম্পন্ন হবে। এরপর থেকে বিয়ানীবাজারবাসীর যোগাযোগ ব্যবস্থায় আর কোন সমস্যা থাকবে না।

আজ বুধবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্মানাধীন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি উপরোক্ত কথাগুলো বলেন।

মিনারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আমান উদ্দিন’র সভাপত্বিতে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি শিক্ষা প্রকৌশলী নজরুল হাকিম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, মাথিউরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আব্দুল মতিন, মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন’র পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কামাল হোসেন আল মাথহূরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার, সমাজসেবী ও শিক্ষানুরাগী অলিউর রহমান মানিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমেদ, সাবেক ইউপি সদস্য সুরমান আলী, ইউপি সদস্য আবুল কালাম, পৌর আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক ওয়াহিদুর রহমান টিপু, যুবলীগ নেতা আয়নুল ইসলাম, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম প্রমূখ।