দুই দলের কাছে প্রতিপক্ষকে পরাজিত করার সব রকমের অস্ত্র মজুদ রয়েছে। তবে মূল লড়াইয়ে যাঁরা অস্ত্রের ভান্ডারের থাকা অস্ত্রগুলো ব্যবহারে মুনসিয়ানা দেখাবে শেষ হাসি হাসবে তারাই।

মাহা উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল টুর্নামেন্টে আজ পিএইচজি স্কুল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মুড়িয়া ফুটবল একাদশ ও বৈরাগীবাজার ক্রীড়া সংস্থা। ফাইনালে যাওয়ার টিকেট কাটতে এর মধ্যে বিদেশী (নাইজেরিয়ান) ফুটবলারদের পাশাপাশি দেশের সেরা ফুটবলারদের নিয়ে এসেছে বিয়ানীবাজারে। বিকাল চারটায় দুই দল মুখোমুখি হওয়ার আগে সমর্থকদের মধ্যে উৎমাহ উদ্দীপনা বিরাজ করবে।

পিএইচজি স্কুল মাঠের দক্ষিণ গ্যালারি থাকবে মুড়িয়া ফুটবল দলের দর্শকদের নিয়ন্ত্রণে। একইভাবে উত্তর পাশের গ্যালারি থাকেব বৈরাগীবাজারের নিয়ন্ত্রণে। দুই দলকে মাঠে ও মাঠের বাইরে পরিচালনা করবে বিয়ানীবাজারের সাবেক কৃতি খেলোয়াড়বৃন্দ। যারা মুড়িয়া ও বৈরাগীবাজারের হয়ে অতিতে বিয়ানীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ফুটবলের সৌন্দর্য্য বিকশিত করেছেন।

বিয়ানীবাজার ফুটবলের দুই পরাশক্তির লড়াই নিয়ে ফুটবল প্রেমী দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গতকাল শনিবার ফাইনালে অবতীর্ণ হওয়া বড়লেখা দক্ষিণভাগ ফুটবল একাডেমীর সাথে ৬ এপ্রিল ফাইনালে কারা মোকাবেলা করবে- আলোচনা মূল বিষয় এটি। এখন দেখা বিষয় ফুটবল মাঠে শেষ হাসি কারা হাসে।