আজ ঐতিহাসিক ৭ জুন। ১৯৬৬ সনের এইদিনে বাঙালির মুক্তির সনদ ৬ দফা তথা স্বাধিকার আন্দোলনে প্রথম শহিদ হন পঞ্চখণ্ডের বীর সন্তান ফখরুল দৌলা মনু মিয়া। তার ৫২তম শাহাদৎ বার্ষিকী বিয়ানীবাজারে নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হবে।২০১৭ সালে যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থায়নে স্থাপনকৃত স্মৃতিসৌধ্য ওই বছরের ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

১৯৬৬ সালের ৭ জুন ঢাকার তেজগাঁও এলাকায় শ্রমিকদের ডাকা হরতাল চলাকালে পুলিশের গুলিতে তিনি শাহাদত বরণ করেন বিয়ানীবাজারের এ সন্তান। তাঁর আত্মদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে স্থানীয় পর্যায়ে ‘শহিদ মনু মিয়া দিবস’ হিসেবে পালন করা হয়।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে ‘শহিদ মনু মিয়া স্মৃতি পরিষদ’ বিয়ানীবাজার শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরমধ্যে আজ শুক্রবার বাদ জুম্মা শহিদ মনু স্মৃতিসৌধ নয়াগ্রামে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠেয় কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য আয়োজক পরিষদের আহ্বায়ক মোঃ আলী আহমদ ও সদস্য সচিব খালেদ সাইফুদ্দীন জাফরী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান শহিদ মনু মিয়া দিবস পালন করবে।