আগামীকাল বৃহস্পতিবার (১ নভেম্বর) বিয়ানীবাজার উপজেলার জলঢুপ স্পোর্টস একাডেমি’র দুই বৎসর পূর্তি। এ উপলক্ষ্যে নানা আয়োজনে বর্ষ পূর্তি উদযাপনের প্রস্তুতি নিয়েছে একাডেমির সদস্যরা।

‘জলঢুপ স্পোর্টস একাডেমি’ বিয়ানীবাজারসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের মানুষের কাছে একটি সুপরিচিত নাম। সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সহ সভাপতি ও সাবেক ফুটবলার জামাল আহমদ’র প্রচেষ্টায় এ একাডেমি যাত্রা শুরু করেছিল।

এরই ধারাবাহিকতায় আগামীকাল একাডেমি দুই বৎসর পূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে। পৌরশহরের দক্ষিন বাজারস্থ মোস্তফা রেস্টুরেন্টে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আয়োজিত আলোচনা সভায় জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর, শিক্ষামন্ত্রীর বিশেষ দূত দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে’র সভাপতি ফখরুল ইসলামসহ আরো অনেকে।

এদিকে, দুই বৎসর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জলঢুপ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা জামাল আহমদ।