মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নাধীন ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব দ্যা কেবিনেট ডিভিশন এন্ড ফিল্ড এডমিনিষ্ট্রেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়া গেছেন জুড়ীর ইউএনও অসীম চন্দ্র বণিক। সরকারের উচ্চ পর্যায়ের ৩০ প্রতিনিধি দলের সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি অসীম চন্দ্র বণিক। আগামীকাল ২০ মে থেকে ০২ জুন পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ মে) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এ্যায়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ায় উদ্দেশ্যে যাত্রা করেন সরকারের এ প্রতিনিধি দল।

আগামী ২০ মে থেকে ২ জুন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের ৩০ জন কর্মকর্তা এই প্রকল্পের আওতায় অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নেবেন।
এ প্রশিক্ষণে সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক।

অসীম চন্দ্র বণিক দীর্ঘদিন বিয়ানীবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র দায়িত্বে ছিলেন। তার সময়ে উপজেলা ভূমি অফিস ডিজিট্যাল ভূমি অফিসের উন্নীত হয়। সাধারণ মানুষের প্রত্যাশা পুরণে অফিসের রেকর্ডপত্র দ্রুত সময়ের মধ্যে বের করার জন্য তিনি আলাদা সেল তৈরী করেছিলেন।