৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন সুপ্রীম কোর্টের বিচারপতি বিয়ানীবাজারের সন্তান মো. আবু তারিক। বৃহস্পতিবার (২৯ আগস্ট) তার শেষ কার্যক্রম বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাকে বিদায় সংবর্ধনা দেন।

সংবর্ধনা গ্রহণকালে মো. আবু তারিক বলেন, ৪০ বছর ধরে আমি আইনপেশায় জড়িত। সত্য ও ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করে আসছি এবং ভবিষতেও করবো।

উল্লেখ্য, ১৯৫২ সালের ১১ সেপ্টেম্বর বিচারপতি মো. আবু তারিক সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরা এলাকায় জন্মগ্রহণ করেন।

সুপ্রীম কোর্টের আইনজীবী মো. আবু তারিক ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে দুই বছর পর ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে শপথ নেন বিচারপতি মো. আবু তারিক।



“বিয়ানীবাজার উপজেলার প্রথম ২৪ ঘন্টার টেলিভিশন ABtv’ র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন প্রতিদিনকার বিয়ানীবাজারের ঘটনাপ্রবাহ”নিচের লিঙ্কটি ক্লিকের মাধ্যমে সহজেই সাবস্ক্রাইব করতে পারবেন ABtv
Subscribe: http://bit.ly/2OOvJad