বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীর জন্য স্থাপিত দশটি আইসোলেশন শয্যা গত সপ্তাহ পর্যন্ত খালি পড়ে ছিল। কিন্তু গত কয়েকদিনে হাসপাতালের আইসোলেশন শয্যাগুলো প্রায় পূর্ণ হওয়ার পথে। দশ শয্যার সব কয়টিতে চিকিৎসা নিচ্ছেন করোনা রোগী।

এসব রোগীদের একজন লাল চান বিবি। তার বাড়ি বড়লেখা উপজেলার গ্রাম তলায়। লাল চান বিবিসহ হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় সেবা। লাল চান বিবি ভর্তি হয়েছেন করোনার উপসর্গ নিয়ে।

করোনা আক্রান্ত লাল চান বিবি সিলেটের প্রায় দশটি হাসপাতাল ঘুরে জায়গা না পেয়ে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বড়লেখার এই নারীর দুর্ভোগ শেষে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসহাক আজাদ বলেন, তিনিসহ সব করোনা রোগীদের নির্ধারীত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছি। তাঁর স্বজনরা জানিয়েছেন সিলেটের দশটি হাসপাতালে তাকে নিয়ে ছুটে বেড়িয়েছেন। কোথাও শয্যা না পেয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, আমাদের আইসোশেন ওয়ার্ডে দশটি শয্যা রয়েছে। এরই মধ্যে সবগুলো শয্যায় রোগীদের সেবা দেয়া হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি ৭টি কনসেনট্রেটর পাওয়ায় করোনা রোগীদের সেবা প্রদানে সহযোগিতা হচ্ছে। আনুসাঙ্গিক চিকিৎসা সরঞ্জাম আরো যুক্ত হলে শয্যা আরো বাড়ানোর কথা জানান তিনি।

মসজিদের শহর বিয়ানীবাজার। পর্ব#১৮। এ পর্বে উপজেলার প্রাচীন দৃষ্টিনন্দন মাথিউরা দোয়াখাঁ জামে মসজিদ