সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৩০ জুলাই) নির্বাচন চলাকালে সাংবাদিদের কাছে অভিযোগ করে সদ্য সাবেক সিসিক মেয়র আরিফ বলেন, কারচুপির পরিমাণ দেখতে শেষ পর্যন্ত মাঠে থাকবেন।

এর আগে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের আরিফ বলেন, “আমি গতরাতে (রোববার) শুনেছি সিলেট নগরীর দুইটি কেন্দ্রে রাতের বেলায় সিল মারা হয়েছে। তবে আমি এখনো আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমার বিজয় সুনিশ্চিত।”

এসময় তিনি অভিযোগ করে বলেন, “ভোট কেন্দ্রগুলোতে আমার এজেন্টকে ঢুকতে দেয়া হচ্ছে না।”

তিনি আরো বলেন, “নির্বাচনে যদি অনিয়ম হয়, ফলাফল পাল্টে দেয়া হয়, তবে রাজপথ ছাড়বো না, প্রয়োজনে শাহাদাত বরণ করব।”

এদিকে সিসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান জানান, কোন ভোটকেন্দ্রে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হচ্ছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভাল আছে বলে দাবি করেন তিনি।

সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।