টানা তিন থেকে হচ্ছে আষাঢ় বৃষ্টি। বিরামহীন বৃষ্টিতে ভাসছে শহর থেকে গ্রাম। একই সাথে টিলা অঞ্চলেও ভাসছে বৃষ্টির পানিতে। বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের টিলা অঞ্চলের সড়ক তলিয়ে গেছে পানিতে। এতে বাড়ছে ভোগান্তি, দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রি থেকে যান চালকরা।

বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের নিদনপুর, চন্দ্রগ্রাম, থানাবাজারসহ একাধিক স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে ডুবে থাকা সড়ক পাড়ি দিতে ভোগান্তিতে পড়েছেন চালকরা। তাদের দাবি জলাবদ্ধতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন হবে এরকম ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার।

বিয়ানীবাজারসহ পুরো সিলেট অঞ্চলে গত ১৫ জুন থেকে বিরামহীন বৃষ্টি হচ্ছে। এতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সাথে পাড়াহি ঢলে কুশিয়ারা নদীর পানি বাড়ছে। যেকোন সময় পুরো উপজেলা বন্যায় কবলিত হওয়ার আশংকা রয়েছে।

শুক্রবার সকাল থেকে সুরমা নদীর পানি বৃষ্টি পাওয়ায় আলীনগর ও চারখাই ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।