হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের ৪১ বছরে পার করেছেন বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার রাত ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের নবগঠিত কার্যকরি কমিটির সভাপতি আব্দুল বাসিত টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ও অতিরিক্ত সাধারণ সম্পাদক জুনেদ খাঁনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাজিদ আলী ট্রাষ্ট্রের পরিচালক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা বাজিদূর রহমান।
আমন্ত্রিত অতিথি ছিলেন কানাডা প্রবাসী ও ক্লাবের উপদেষ্টা আছাদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ও ক্লাবের আজীবন সদস্য আকমল হোসেন দুলা মিয়া, আজীবন সদস্য ও প্রধান উপদেষ্টা আহমদ মহসিন বাবর, ক্লাবের আজীবন সদস্য গর্ভনিং বডির সদস্য সচিব আব্দুল কুদ্দুছ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য, কর্মকর্তা, সমর্থক ও শুভান্যুধায়ীরা।