বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো আগামী সংসদ নির্বাচনের দিকেই এগুচ্ছে। সেরকমই আভাস পাওয়া গেল জামায়াত নেতা মুহাম্মদ সেলিম উদ্দিনের বক্তব্যে। গতকাল সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি জানান, আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৩ শ’ আসনে এককভাবে প্রার্থী দেবে। ইতোমধ্যে সেরকম প্রস্তুতি শুরু করেছে দলটি, সে কথাও জানান তিনি।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে যায়নি, সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতির বীজ বপন করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশের সাধারণ মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এ সময় তিনি ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণ করেন এবং তাদের মাগফেরাত কামনা করেন।
জামায়াত নেতা সেলিম বলেন, সাধারণ মানুষের সমর্থন পেলে সিলেট-০৬ আসনে বৈষম্যহীনভাবে উন্নয়ন করা হবে। রাস্তা-ঘাটসহ থমকে যাওয়া উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে পরিকল্পনা নেয়া হবে। তিনি জানান, সারা দেশে অগ্রাধিকার ভিত্তিতে অনগ্রসর জনগোষ্টির উন্নয়নে জামায়াতে ইসলামী কাজ করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আবুল খায়ের, সাবেক সেক্রেটারি মুফাসসির আহমদ ফয়েজি, নায়েবে আমীর মোস্তফা উদ্দিন, সেক্রেটারী কাজী আবুল কাশেম চৌধুরী, অফিস সম্পাদক রুকন উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের দক্ষিণ শাখার সভাপতি আহবাব হোসেন মুৃরাদ, বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণের সেক্রেটারী মুনিবুর রহমান পাবেল, জামায়াত নেতা মাও. মুজিবুর রহমান, এম. সামসুল ইসলাম প্রমুখ।