বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের পুনর্নির্বাচনে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস শুক্কুর নৌকা প্রতিকে পয়েছেন ১৬১১ টি ভোট, বিএনপি মনোনীত প্রার্থী আবু নাসের পিন্টু ধান প্রতিক নিয়ে পেয়েছেন ২৬৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন জগ প্রতিকে পেয়েছেন ১৫৮টি ভোট। তবে বিসরকারী ভাবে এখনও ফল ঘোষণা করা হয় নি ।
৩নং ওয়ার্ডের পুনর্নির্বাচনের আংশিক ফলাফল নৌকা ১৬১১, ধান ২৬৬, জগ ১৫৮

করোনা - লাইভ আপডেট
