বাংলাদেশ সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ কমার্সিয়েলি ইম্পর্টেন্ট পার্সন (সিআইপি) নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজারের মাথিউরার কৃতিসন্তান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও শিল্পপতি আব্দুল করিম নাজিমকে নাগরিক প্রদান করছেন মাথিউরাবাসী। আগামী ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হবে।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও এ অনুষ্ঠানে মাথিউরা ইউনিয়নের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, রাজনীতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে, শিল্পপতি আব্দুল করিম নাজিমকে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিয়ানীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের সমন্বয়কবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, মাথিউরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন, মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও শহীদ পরিবারের সন্তান আলমগীর হোসেন রুনু, রাজনীতিক ও সমাজসেবী আব্দুর রব কছির আলী ।

সংবাদ সম্মেলনে শিল্পপতি আব্দুল করিম নাজিম মাথিউরা তথা সমগ্র বিয়ানীবাজারবাসীর গর্ব উল্লেখ্য করে বক্তারা বলেন, ‘সিআইপি মর্যাদার স্বীকৃতি পাওয়া সহজ কথা নয়, দেশীয় পণ্য বিদেশে রপ্তানী এবং বৈধ চ্যানেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদেরকে বাংলাদেশ সরকার এই মর্যাদা প্রদান করে থাকে। বিয়ানীবাজারের সন্তান শিল্পপতি আব্দুল করিম নাজিমকে সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত করেছেন।’

এসময় বক্তারা আব্দুল করিম নাজিমের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সকলের উপস্থিতি কামনা করে বলেন, ‘আব্দুল করিম নাজিমের এ অর্জন শুধুমাত্র তার একার নয়, এ অর্জন আমাদের, এ অর্জন আমাদের বিয়ানীবাজার উপজেলাবাসীর। জাতীয় পর্যায়ে বিয়ানীবাজার তথা মাথিউরাবাসীর ভাবমূর্তি উজ্জ্বল ও গৌরবান্বিত করায় তাকে সম্মানিত করা আমাদের উচিত।’

সংবাদ সম্মেলনে নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের সমন্বয়কবৃন্দ বিয়ানীবাজার প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের কাছে এ সংবর্ধনা অনুষ্ঠান সফলে সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর িরহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ব্যবসায়ী রিমন আহমদ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা পলাশ আফজা প্রমুখ।