বিয়ানীবাজারের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হচ্ছে মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি। হাঁটি হাঁটি পা পা করে সফলতার সাথে ৩২ বছর পার করেছে স্বনামধন্য এ সামাজিক সংগঠনটি। আগামী ২৩ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সংগঠনটির উৎসবের এমন দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখতে উৎসবমুখর আয়োজনের পাশাপাশি বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করেছেন সংগঠনের দায়িত্বশীলরা।

সোসাইটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৫টায় সংগঠনের কার্যালয় সংলগ্ন মাঠে এক দোয়া মাহফিল ও মনোমুগ্ধকর নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

আহমদ মাহফুজ আদনানের উপস্থাপনায় নাশিদ সন্ধ্যায় তিলাওয়াত করবেন হাফিজ তামজিদুর রহমান এবং নাশিদ পরিবেশন করবেন আবু উবায়দা, আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম ও আবির হাসানসহ দেশের বরেণ্য ও জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পীরা।

মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সভাপতি আব্দুস ছালাম তাপাদার শিপু বলেন, ‘মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি প্রতিষ্ঠা পর থেকেই এতদাঞ্চলের সামাজিক উন্নয়ন ও অবক্ষয় রোধ এবং শিক্ষার প্রসার ও মানোন্নয়নে কাজ করে আসছে। একইসাথে এই সামাজিক সংগঠনটি সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটির সার্বিক অগ্রযাত্রায় সকলের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।’