বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিয়ানীবাজার থানার একটি মামলায় গত ১৫ই অক্টোবর সিলেট শহরের বন্দর পয়েন্টে থেকে (র্যাব ৯) তাকে আটক করেন। পরে বিয়ানীবাজার থানা পুলিশে সুপর্দ করলে ১৬ই অক্টোবর আদালত জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

২১দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেলেও শারিরীক অসুস্থতার কারনে অফিস করা হয়নি।এদিকে ইউনিয়নের জনমনে বিভিন্ন প্রশ্ন জানা অজানা মন্তব্য করতে সুনা গেলেও চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী জানান আমি শারীরিক ভাবে অনেকটা অসুস্থ সেজন্য চিকিৎসা জনিত কারণে প্রায় দেড়-মাস পর ইউনিয়ন পরিষদে অফিসের কাজে যোগদান করেছি।তিনি ইউনিয়ন বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি এখন সকলের দোয়ায় অনেকটা সুস্থ্য আছি পুনরায় ইউনিয়নবাসীর খেদমত করতে পারি সকলের নিকট দোয়া চাই।

আজ০১ ডিসেম্বর রবিবার তিনি প্রায় দেড়-মাস পর ইউনিয়ন পরিষদ অফিসে যোগদান করেন।