পর্যটন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিয়ানীবাজার রানার্সদের আয়োজনে আগামী ১২ জানুয়ারি প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এ উপলক্ষে সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজকেরা বিয়ানীবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
সভায় প্রতিযোগিতা সম্পর্কে বিশদ তথ্য উপস্থাপন করেন বিয়ানীবাজার রানার্স এর রেস ডিরেক্টর ও এডমিন বেলায়েত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, তিন ক্যাটাগরিতে আগামী ১২ জানুয়ারি ভোর ৫টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিয়ানীবাজার কলেজ রোড মাথিউরা হয়ে দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ে ইউটার্ণ করে একই রাস্তায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হবে ম্যারাথনটি। প্রতিযোগিতায় অংশ নেবেন দেশ-বিদেশের ৩৫০জন নারী-পুরুষ।
অনুষ্ঠিত ম্যারাথনে সার্বিক নিরাপত্তায় বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতা থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ম্যারাথন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে প্রায় অর্ধ শতাধিক ভলান্টিয়ার নিয়োজিত থাকবে৷ থাকবে মোবাইল প্যাট্রলিং ও মেডিকেল টিমের ব্যবস্থা। প্রতিযোগিদের জন্য জার্সি, ফিনিশার মেডেল, রেস কীট, ফুড সাপোর্ট, ক্রেস্ট এন্ড প্রাইজমানী এবং সার্টিফিকেট।
সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার রানার্সের এডমিন এডমিন খান এমদাদ। তিনি জানান, এর আগেও মুজিব শতবর্ষ উপলক্ষে বিয়ানীবাজারে ছোট্ট পরিসরে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলেও কমিউনিটি পর্যায়ে এবারই প্রথম বড় পরিসরে প্রত্যন্ত এই অঞ্চলে আমরা এই ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি। তিনি এই প্রতিযোগিতা সফলভাবে সমাপ্তে সর্বস্তরের বিয়ানীবাজারবাসীর সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ২৪ সম্পাদক আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীর আহমদ ছাইম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এহসান খোকন, সদস্য জয়নুল ইসলাম, সাংবাদিক কাজী ফাহিম আহমদ, তাহের আহমদ, মোকাব্বির হোসেন, আখতার হোসেন, বিয়ানীবাজার রানার্সের এডমিন মো. নজরুল ইসলাম (লিটন), সদস্য এমডি আবু বাকার সালমান ও অলিদ আহমদ প্রমুখ।