মৌলবীবাজার জেলার বড়লেখা উপজেলার ফয়ছল আহমদ সাগর নামে এক যুবক হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্য যাত্রা শুরু করেছেন। তিনি শুক্রবার জুমার নামাজের পর শাহজালাল (রহঃ) মাজার জিয়ারত করে সিলেট থেকে যাত্রা শুরু করেন।

ফয়ছল আহমদ সাগর জানান, সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় মানত করেছিলেন তার পায়ের সুস্থতা ফিরে পেলে সেই পায়ে হেঁটে পবিত্র হজ্জ্ব পালনের জন্য মক্কা নগরী যাবেন। দুই বছর থেকে যাওয়ার ইচ্ছা করলেও বিভিন্ন কারণে যেতে পারেননি। গেলো রমজান মাসে যাত্রা শুরু করতে চাইলে ইন্ডিয়ান ভিসা পেতে দেরি হয়েছে। শুক্রবার তিনি যাত্রা শুরু করেছেন প্রথমদিন সিলেট থেকে হেতিমগঞ্জ, দ্বিতীয়দিন চারখাই, তৃতীয় দিন রবিবার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে অবস্থান করে চতুর্থ দিনে শেওলা স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করবেন।

দীর্ঘ এ যাত্রাপথে তিনি ভারত, পাকিস্তান, ইরান, দুবাই, কাতার হয়ে সৌদিআরব পৌঁছাবেন। এই সময়ে সুস্থভাবে পবিত্র নগরীতে পৌছাতে দেশ-বিদেশে থাকা তাঁর সকল শুভাকাঙ্খি, স্বজন ও প্রিয়জনসহ সকল মুসলমানদের কাছে দোয়া প্রার্থনা করেন। তাঁকে সকল প্রকার সহযোগিতা করার অনুরোধ জানান এবং দোয়া কামনা করেন।

ফয়ছল আহমদ সাগরের বাড়ি বৃহত্তর সিলেটের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাটবন গ্রামে।