বিয়ানীবাজার পৌর শহরের হরিজন সম্প্রদায়ের জন্য একটি পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।
সোমবার দুপুরে পৌরশহরের লাসাইতলাস্থ পৌর বাস টার্মিনাল এলাকায় ভবনটির নির্মান কাজস্র উদ্বোধন করেন পৌরসভার মেয়র ফারুকুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর এহসানুল ইসলাম ও এনাম উদ্দিন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে, নতুন ভবন নির্মাণের খবরে আনন্দিত হয়েছেন স্থানীয় পরিছন্নতাকর্মী হরিজন সম্প্রদায়ের লোকজন।