মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, তা তদারকিতে বিয়ানীবাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকেই বিয়ানীবাজার পৌরশহর সহ উপজেলা বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করতে দেখা যায়। সরকারের আদেশ অমান্য করে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, রেষ্ঠুরেন্টের ভেতরে খাবার প্ররিবেশন, নির্ধারীত সময়ের পরেও দোকান খোলা রাখার কারণে ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট আশিক নূর।
এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা চালানো হয়।