বিয়ানীবাজার উপজেলার ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক স্পর্শ সোস্যাল মিডিয়া ১০ম বর্ষে পদাপর্ণ করছে। আগামী ৭ ডিসেম্বর বুধবার সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। একই দিনে সংগঠনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বি বার্ষিক সম্মেলন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কর্তনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বুধবার ৭ ডিসেম্বর দুপুরে পৌর শহরের অভিজাত রয়েল স্পাইসি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের সম্মেলনকে ঘিরে গুরুত্বপূর্ণ পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে আসছেন- এ নিয়ে সদস্যের মধ্যে চলছে নানা মত। কেউ কেউ বলছেন,আগের মতো থাকছে নতুন কমিটি, আবার কেউ বলছেন নেতৃত্বে আসছে পরিবর্তন। সেটা এখন দেখার অপেক্ষায়।

এদিকে অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সভাপতি এম সাইফুর রহমান সাইফ ও সাধারণ সম্পাদক পার্থ পাল দিপক।

‌ বিয়ানীবাজারীরা সব জায়গায় নেতৃত্ব দিচ্ছে- ব্যারিস্টার সুমন