শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবা- এই তিনটি প্রতিপাদ্যকে নিয়ে কাজ করা বিয়ানীবাজার উপজেলার ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোস্যাল মিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে সংগঠনের দায়িত্বশীল ও সদস্যদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এসে আলোচনা সভায় জড়ো হয়।

স্পর্শ সোস্যাল মিডিয়ার সভাপতি এম সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান ও প্রধান বক্তা ছিলেন রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন।

স্পর্শের সাধারণ সম্পাদক পার্থ পাল দিপকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্পর্শ সোস্যাল মিডিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম. এ কাদির, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, ফেনগ্রাম-চন্দগ্রাম-বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলেমান আহমদ, ছড়াকার ও সাংবাদিক লুৎফুর রহমান এবং স্পর্শের গর্ভিংবডির চেয়ারম্যান আহমদ হোসেন খান সহ আরো অনেকে।

স্পর্শের যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ শিপুর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পর্শের সহ সভাপতি আহমদ রেজা চৌধুরী ও শিক্ষা সম্পাদক আব্দুল হামিদ, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ, দুবাগ শাখার সভাপতি নাজমুল হোসেন চৌধুরী কিবরিয়া ও তিলপাড়া শাখার সভাপতি তারিকুল ইসলাম ও মুড়িয়া শাখার সভাপতি সুলতান আহমদ।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি এম সাইফুর রহমান সাইফে বলেন, সংগঠনের সকলের ও শুভাঙ্ক্ষীদের সহযোগিতায় ১০ বছর ধরে সংগঠনটি কাজ করতে পেরেছে৷ আমরা তিন বন্ধুর হাত ধরে শুরু হওয়া এই সংগঠনে যাঁরা বিভিন্ন সময়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্পর্শ সোস্যাল মিডিয়ার বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, ২০১৩ সালের ৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত এই সংগঠনটি উপজেলাব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। সংগঠনের ১০ম বছর পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছি।

সভা শেষে কেক কর্তন করেন অতিথিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের দায়িত্বশীলরা।