স্পর্শ সোস্যাল মিডিয়ার মুড়িয়া ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুড়িয়া শাখার সভাপতি জাকিরুল ইসলাম ফাহিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্পর্শ সোস্যাল মিডিয়ার সভাপতি এম সাইফুর রহমান সাইফ। বিশেষ অতিথি ছিলেন স্পর্শের সাধারণ সম্পাদক পার্থ পাল দিপক, সহ সভাপতি আহমদ রেজা চৌধুরী, কোষাধ্যক্ষ ইউসুফ আলী, শিক্ষা সম্পাদক আব্দুল হামিদ, সমাজসেবা সম্পাদক জুনেদ আহমদ ও সহ সাহিত্য সম্পাদক তানভীর লোদী সহ আরো অনেকে।
প্রথমবারের মতো পৌর ও ইউনিয়ন ভিত্তিক ইফতার মাহফিলের আয়োজন করে আসছে স্পর্শ সোস্যাল মিডিয়া।