সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-আযহার নামায পড়লেন মৌলভীবাজার জেলার কয়েকটি পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

রবিবার (১৬ জুন)) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাযে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাযে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী।

নামাজ শেষে মুসল্লিরা বলেন- অনেক দূর থেকে, এমনকি পাশ্বর্বর্তী জেলা থেকেও এখানে নামাজ পড়তে আসেন অনেকে। দীর্ঘ ১৬ বছর ধরে এখানে একদিন আগেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।