বিজ্ঞপ্তি । ৫ফেব্রুয়ারী ২০১৭।

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি এক শোক বার্তায় বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ এবং গণমানুষের নেতা। সংসদে সব সময় সরব এ সংসদ সদস্য একজন অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত ছিলেন। বিরোধীদলীয় হুইপ সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ রবিবার ভোররাত চারটার পরপর তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।