বিয়ানীবাজারের সীমান্তবর্তী নওয়াগ্রাম রমজানিয়া কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার দিনব্যাপী নওয়াগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের ধর্মীয় শিক্ষার প্রদর্শনী শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সাইদুর রহমানের সভাপতিত্বে এবং কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও প্রশিক্ষক মো. মিজানুর রশীদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মুড়িয়া আনোয়ারুল উলুম মাদরাসার মুহতামিম শামস উদ্দিন গনী, ইসলামি চিম্তাবিদ মাওলানা আব্দুল মতিন, নওয়াগ্রাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ চৌধুরী, নওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়েের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, মুড়িয়া ইউপি সদস্য জামাল উদ্দিন, প্রশিক্ষক ক্বারী আমির হোসাইন, মুজিবুর রহমান, জামিল আহমদ ও মো. আব্দুল্লাহ, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী সহ আরো অনেকে।
প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি সাহেদ আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্য শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাও সাইফুর রহমান ও বিশিষ্ট যুবনেতা মাহবুবুর রহমান চৌধুরী।