অনেক আলোচনা-সমালোচনা মাথায় নিয়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেমেছিলেন নতুন দল তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী। সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ভোটের মাঠে শক্তিশালী না হলেও নানা সমীকরণে ছিলেন আলোচনায়। কিন্তু ভোটের হিসাব আর জোটের হিসাব- সবকিছুতেই ফ্লপ করলেন তিনি। শেষমেশ হারালেন জামানত।
এ ছাড়াও জামানত হারিয়েছেন সিলেট-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান।
গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৭ হাজার ৭শত ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। ৩৯ হাজার ৪ শত ৮৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন। তাদের মধ্যকার ভোটের ব্যবধান ১৮ হাজার ২ শত ৯০ ভোট।
এছাড়া শমসের মুবিন (সোনালি আঁশ) ১০ পেয়েছেন হাজার ৯৩৬ ভোট, জাতীয় পার্টি (লাঙ্গল) আলহাজ্ব সেলিম উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৫ শত ৭৯ ভোট, ইসলামী ঐক্যজোট (মিনার) পেয়েছেন ৬ শত ১২ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) পেয়েছেন ১ শত ৬৯ ভোট।
উল্লেখ্য, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৭২ হাজার ৭শত ৪৯ জন।