আর মাত্র চারদিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিলেট-০৬ আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটারদের আলোচনায় চার প্রার্থী। নানা সমীকরণে সাধারণ ভোটার চারজনকে এগিয়ে রেখেছেন ভোটের মাঠে।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আতাউর রহমান আতা ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা সাদিকুর রহমান প্রচারণা শুরুতে হোচট খেয়েছেন ভোটের মাঠে। তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন সমসের মবিন চৌধুরী গত সপ্তাহ থেকে আলোচনায় এসেছেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ও আওয়ামী লীগের একাংশ নেতারা প্রচারণায় অংশ নেয়ায় তাঁর সোনালী আঁশ প্রতীকের নাম শোনা যাচ্ছে ভোটারদের মূখে মূখে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদের সাথে স্বতন্ত্র প্রার্থী ঈগলের সরওয়ার হোসেনের। তাদের সাথে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের সেলিম উদ্দিনের।
সাবেক এমপি সেলিম উদ্দিন ভোটারদের কাছে পছন্দের অন্যতম কারণ- তাঁর অমায়িক ব্যবহার। একই সাথে ২০১৪ সালের নির্বাচনে জয়লাভের পর তিনি জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ব্যাপক উন্নয়ন করেছেন। নিজে সাথে থেকে এসব উন্নয়ন কাজ তদারকি করায় তিনি সেখানে জনপ্রিয় এমপি হিসাবে পরিচিতি পান। সে জনপ্রিয়তা সিলেট-০৬ আসনে কাজে আসছে। কিন্তু তার দুর্বলতা হচ্ছে সাংগঠনিকভাবে জাতীয়পার্টি আওয়ামী লীগ, বিএনপি এমনকি জামায়াতে ইসলামি থেকে পিছিয়ে। এর ফলে ভোটের মাঠে তাকে বেগ পেতে হতে পারে।

আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী থাকলে স্বতন্ত্র প্রার্থী থাকায় বিভাজন তৈরী হয়েছে। একই সাথে নির্বাচনী প্রচারণার শুরুর দিকে এলোমেলো থাকায় মাঠেও এর প্রভাব পড়েছে। তবে সময়ের সাথে সাথে নৌকার পালে হাওয়া লাগায় খুশি নেতাকর্মীরা। একই সাথে অভিমান করা নেতাকর্মীদের মান ভাঙ্গাতে প্রার্থীসহ নেতাকর্মীরা শুরু থেকে কাজ করায় এর ফলও পাচ্ছেন ভোটের মাঠে। দুই উপজেলা মিলিয়ে ভোটের মাত্র চারদিন আগে নৌকার অবস্থান আগের চেয়ে সুসংহত হয়েছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে শেষ হাসি হাসতে পারেন নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নৌকা চেয়ে পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সরওয়ার হোসেন। নির্বাচনী মাঠে ভোটের রাজনীতির পরীক্ষিত কয়েকজন নেতাকে পাওয়ায় প্রচারণার শুরু থেকে আকাশে উড়ছে ঈগল। এই সময়ে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী সরওয়ার। ঈগলের উড়ন্ত অবস্থান অটল থাকলে ৭ জানুয়ারি নির্বাচনের অনেক হিসাব নিকাশ ও সমীকরণ পাল্টে যাবে। তবে নির্বাচনী মাঠে প্রতিপক্ষের প্রার্থী ও নেতাদের নিয়ে ব্যঙ্গ করার ফল সময়ের সাথে উল্টে যেতে পারে। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের প্রচারণা ও নির্বাচনী সভায় আরো সতর্কতা অবলম্বন না করলে নির্বাচনী এর প্রভাব পড়বে খুব বেশি।

সমীকরণ যাই হোক, ভোটাররা ভোট কেন্দ্রে সাচ্ছন্দে ভোট দিলে সিলেট-০৬ আসনের ২০৫ ভোট কেন্দ্রের উৎসাহ উদ্দীপনা তৈরী হবে। ফিরে আসবে ভোটের আমেজ। প্রার্থীসহ কর্মী সমর্থকদের সেদিকে বেশি নজর দেয়া উচিত।