বিজ্ঞপ্তি। ২৩ মার্চ ২০১৭।

সিলেটের সিনিয়র সাংবাদিক ও জেলা প্রেসক্লাবের সভাপতি অসুস্থ আজিজ আহমদ সেলিমকে দেখতে গেলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী।

বৃহস্পতিবার বিকেলে ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে গিয়ে দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের স্বাস্থ্যের খোঁজখবর নেন মেয়র আরিফ। এসময় তিনি বেশ কিছু সময় আজিজ আহমদ সেলিমের পাশে ছিলেন।

তার সঙ্গে বিএনপি নেতা মঈন উদ্দিন সুহেল, ইশতিয়াক আহমদ চৌধুরী ও ছিলেন।

এসময় মেয়র আরিফ হাসপাতালের চিকিৎসক খালেদ মুহসিন ও সাংবাদিক আজিজ আহমদ সেলিমের স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি অসুস্থ সাংবাদিক আজিজ আহমদ সেলিম ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে  চিকিৎসক খালেদ মুহসিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।