সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে জালালাবাদ গ্যাসলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে অন্তত ৬ জন আহত হয়েছেন ও তিনটি গাড়ি পুড়ে গেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে লাইন থেকে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর গ্যাসের চাপ কমে বেলা সোয়া দুইটার দিকে আগুন নিভে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২ টার দিকে তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়ে গ্যাস লাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে শুরু করে। এ সময় একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে থাকা কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। আহতদের সবাইকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে, তারমধ্যে আলমপুর স্টেশনের ২টি ও তালতলা স্টেশনের ২টি।

ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের টিমলিডার নুরুল ইসলাম বলেন, সিলেট জালালাবাদ গ্যাস অফিসে বারবার ফোন দেওয়া হলেও তারা ফোন ধরে নি। গ্যাস লাইন বন্ধ করা হলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

কদমতলী বাস টার্মিনালের মুল সড়কে আগুন লাগার ঘটনায় টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যেতে পারেনি।

জালালাবাদ গ্যাস অফিসের পক্ষ থেকে গ্যাস লাইন বন্ধ করে দেওয়ার পর দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। টার্মিনাল থেকে বাস চলাচলও স্বাভাবিক হয়।