সিলেটে আবারও প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এসময় একটি ট্রাকসহ গ্রেফতার হয়েছেন দুই যুবক।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রুছেল আহমেদ (২৪) ও মো. রবিউল ইসলাম (২৬)।

আজ শনিবার (১১ মে) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতয়ালী মডেলা থানাধীন চৌহাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বস্তা ভারতীয় তৈরি চিনি যার মূল্য ৮ লাখ ৬৪হাজার ০০০ টাকা ও একটি ট্রাক জব্দ করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে সিলেটের জালালাবাদ ক্যান্টরমেন্টস্থ সিনেমা হল গেইটের সামন থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় চিনিসহ আটক হন চারজন।