সিলেট মেট্টোপলিটন পুলিশের বিভিন্ন থানা থেকে লুন্ঠিত অস্ত্র গুলির মধ্যে ৭৭টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ কর্তৃক ১৭ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে এসএমজি, চায়না রাইফেল, পিস্তল , শর্টগান এবং গ্যাস গান রয়েছে।
মঙ্গলবার ( ১৩ আগস্ট) সকাল পর্যন্ত লুন্ঠিত হওয়া এসব অস্ত্র গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কি পরিমাণ অস্ত্র এবং গুলি লুন্ঠন করা হয়েছে এর প্রকৃত হিসেব এখনই বলা যাচ্ছে না। আমরা প্রকৃত হিসেব মেলানোর কাজ করছি। এসময় পুলিশ সদস্যদের কাছ থেকে লুন্ঠিত হওয়া অস্ত্র, গুলি নিকটস্থ থানা অথবা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর কিছু দুস্কৃতিকারি সিলেটের বন্দর বাজারে থাকা পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ ফাড়িঁ, কোতোয়ালি থানাসহ সিলেটের বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এসময় তারা বেশকিছু অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরকারি জিনিস লুট করে নিয়ে যায়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত দেশের বিভিন্ন জায়গায় লুট হওয়া অস্ত্র, গুলি দ্রুততম সময়ের মধ্যে ফেরত দিতে বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দেন তিনি। পরে লুট হওয়া এসব অস্ত্র উদ্ধারে মাঠে নামে পুলিশ, সেনাবাহীনিসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। এরপর অস্ত্র এবং গুলি উদ্ধার হওয়া শুরু করে।