সিলেটে অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-০৯। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ ফটকের সম্মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত আব্দুল কাইয়ুম আদালতের ছয় মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। তাকে বিজ্ঞ আদালত এন.আই.এ্যাক্ট মামলায় তাকে দুই লাখ ২৮ হাজার টাকা করেছিলেন। তিনি নগরীর মেডিকেল কলোনীর ৩৩ বিপাশা বিল্ডিং এর মৃত বাদশার মিয়ার পুত্র।
এক ইমেইল বার্তায় র্যাব জানায়, র্যাবের একটি অভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি ওবাইন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেইন গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অসামীকে এসএমপি সিলেট এর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।