ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের সমন্বয়ে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্যসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সিলেটের কোতোয়ালি থানা ও এসএমপি এলাকায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট ও র্যাব-০৯।
অভিযানে ভ্রাম্যমান আদালত মেসার্স বেঙ্গল গ্যাসোলিন এন্ড সার্ভিসিং, হাজী মজনু মিয়া ফিলিং স্টেশন ও মেসার্স নর্থ ইস্ট ওয়েল কোম্পানীকে ১ লাখ টাকা করে এবং রাজদ্বীপ কোম্পানি ও মের্সাস সুরমা পেট্টোলিয়ামকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার এ টাকা তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমান আদালত।