সিলেট নগরীর বালুচর এলাকা থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ এক চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

সুহেল আহমদ (৩৯) নামের ওই মাদক কারবারি সুনামগঞ্জ জেলার দিরাই থানার করিমপুর গ্রামের মহিবুর রহমানের ছেলে। তিনি নগরীর যতরপুর নবপুষ্প ৪৯ নং বাসায় বসবাস করেন।

জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর এমসি কলেজ হোস্টেল সংলগ্ন বালুচর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারের পর মাদক আইনের মামলায় তাকে এসএমপির শাহপরান (র.) থানায় হস্তান্তর করে র‌্যাব। রোববার আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শাহপরান (র.) থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য রাজন বলেন, মাদক ব্যবসায়ী সুহেলকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।