২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের পাসের হার শতকরা ৭২ ভাগ। যা গতবারের থেকে ৩ দশমিক ৪১ শতাংশ বেশি। গতবারে পাসের হার ছিলো ৬৮ দশমিক ৫৯ শতাংশ।

গতবারের পাসের হাসের সূচক কিছুটা বাড়লেও এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৭০০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৪৫৫ ও মেয়ে ২৪৫ জন।

যা গতবারের তুলনায় ৬৩০ টি কম। গতবার জিপিএ-৫ পায় ১ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগ থেকে ৬০৪ জন, মানবিক বিভাগ থেকে ২৬ জন এবং ব্যবসা শিক্ষা থেকে ৭০ জন।

রোববার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম।

তিনি জানান, ইংরেজী ভীতির কারণে ফলাফলে পাসের হারের প্রভাব পড়েছে। একই সাথে পরীক্ষায় সময় আগাম বন্যা হওয়ায় শিক্ষার্থীদের মনোবলে ব্যাঘাত ঘটিয়েছে, যার কারণে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। তবে সার্বিক ফলাফলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

বোর্ডের অধিনে মোট ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৬ হাজার ৭৯৭ জন। এদের মধ্যে ছেলে ২১ হাজার ৩০জন ও মেয়ে শিক্ষার্থী ২৫ হাজার ৭৬৭জন। শতভাগ পাসকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৮।

বিভাগ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৮ হাজার ৭৪৬ জন। তাদের মধ্যে ছেলে ৪ হাজার ৭৪০ জন, মেয়ে ৪ হাজার ৬ জন। পাসের হার ৮৩ দশমিক ৪৭ শতাংশ।

মানবিক বিভাগ থেকে ২৯ হাজার ৩৫৬ জন পাস করেছে। তাদের মধ্যে ছেলে ১১ হাজার ২০৮ জন, মেয়ে ১৮ হাজার ১৪৮ জন। পাসের হার ৬৭ দশমিক ৮২ শতাংশ।

ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৬৯৫ জন পাস করেছেন।তাদের মধ্যে ছেলে ৫ হাজার ৮২ জন, মেয়ে ৩ হাজার ৬১৩ জন। পাসের হার ৭৭ দশমিক ৩৭ শতাংশ।