সিলেটে রেল লাইন কাজ করার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান সোহেল (২৮) নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের শিববাড়ি পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত মিজান রেলের হেমারম্যান হিসেবে কর্মরত ছিলেন। সিলেট রেলওয়ে স্টেশনে তিনি রেলের লোহা সম্পর্কিত সকল কাজ করতেন। সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা ৩৫ মিনিটের সিলেট রেলওয়ে স্টেশনের অদূরে শিববাড়ি আতিয়া পয়েন্টে রেললাইনে কাজ করতে যান মিজান। রেললাইনে কাজ করার সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল বলেন, মিজান রেললাইনে কাজ করছিলেন। অসাবধানবশত তিনি চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে থানাপুলিশ মরদেহ উদ্ধার করেছে।