সিলেট নগরীর চৌকিদেখী এলাকা জাল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড তৈরি করায় একজনকে আটক করেছে র্যাব-৯। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাল্লামী সুপার মার্কেটের সাথী এন্টারপ্রাইজ নামেক দোকানের ভিতরে অভিযান চালিয়ে আবু তাহের (৫২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড তৈরি করতেন। এসময় সেখান থেকে দুটি সিপিইউ এবং কয়েকটি জাল আইডিও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান করেছেন। তিনি আরও জানান, আটক আবু তাহেরকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।