রাজধানীতে বাসের চাপায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকার মতো দেশের বিভিন্ন জেলার মতো সিলেটেও রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। তারা নিরাপদ সড়কের দাবিতে ও ঘাতক চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ করছে। একই সঙ্গে তারা সড়কে ট্রাফিকের ভূমিকা পালন করছে। যাদের লাইসেন্স আছে তাদের ছেড়ে দিলেও বৈধ কাগজপত্র নাই এমন যানবাহনকে আটকে দিচ্ছে।

বিকাল ৩টায় শহীদ মিনার এলাকায় মানববন্দনের পূর্ব নির্ধারীত কর্মসূচি বাস্তবায়নে আজ ২ আগস্ট সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জমা হতে থাকে। এ সময় বৃষ্টি উপেক্ষা করে তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন রকম শ্লোগান দিতে থাকে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, দেশে ট্রাফিক আইন আছে, কিন্তু প্রয়োগে না থাকায় সড়কে অরাজকতা বিরাজ করছে। তারা চায় দেশের প্রত্যেকটি মানুষ ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করুক।
নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা।